রাজধানীর নিউমার্কেট থেকে বিপুল পরিমাণ দেশিয় অস্ত্র জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এছাড়া এখন পর্যন্ত মোহাম্মদপুর এলাকা থেকে ৩০৬টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। শনিবার (৯ আগস্ট) রাতে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল সেনাক্যাম্পে এক সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর পক্ষে লেফটেন্যান্ট কর্নেল নাজিম আহমেদ বলেন, ‘ঢাকার বিভিন্ন জায়গায় কিশোর গ্যাংয়ের শোডাউনে এ ধরনের অস্ত্র দেখা যায়, যা সন্ত্রাসীদের হাতে তুলে দিচ্ছে একটি চক্র। নিউমার্কেটের তিনটি দোকানের গোপন স্থান থেকে এগুলো জব্দ করা হয়েছে।’ এর সঙ্গে জড়িত নয়জনকে গ্রেপ্তার করা হয়। এগুলো বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী ব্যবহার করে থাকে বলেও জানান তিনি। কিশোর গ্যাংয়ের কার্যকলাপ বন্ধে এ ধরনের অস্ত্র উদ্বার অভিযান আরও চলবে বলেও জানান লেফটেন্যান্ট কর্নেল নাজিম আহমেদ। ব্যবসায়ীদের এসব অস্ত্র বিক্রি বন্ধের অনুরোধ জানিয়ে জনগণকেও সচেতন থাকার আহ্বান জানান তিনি।