গাজীপুরের শ্রীপুরে রেস্টুরেন্টে বসে প্রেমিকাকে পিস্তল চালানো শেখাচ্ছেন সাজ্জাদ হোসেন আলিফ মোড়ল নামে এক জুলাই যোদ্ধা। বৃহস্পতিবার (৭ আগস্ট) এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এক মিনিট ৩১ সেকেন্ডের ওই ভিডিওটি আজ বিকেলে ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ভিডিওতে দেখা যায়, এক তরুণী পিস্তল হাতে নিয়ে বিভিন্ন ভঙ্গিমায় নিশানা করছেন। পাশে বসে থাকা কয়েকজন তাকে উৎসাহ দিচ্ছেন এবং মজা করে বলছেন-‘আমার ভাবি গ্যাংস্টার’, ‘লেডি কিলার’, ‘ডনের বউ’, ‘ভাবির ভিডিও করি’ ইত্যাদি মন্তব্য। জানা গেছে, ভিডিওতে দেখা যাওয়া যুবক হলেন সাজ্জাদ হোসেন আলিফ মোড়ল। তিনি শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের বাসিন্দা ও আজাহার উদ্দিনের ছেলে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক জানান, সাজ্জাদ হোসেন আলিফ ‘জুলাই যোদ্ধা’র তালিকায় ৩৬ নম্বরে রয়েছেন। গত মাসের ৩ তারিখে তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করে পুলিশ। পরে তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। ভাইরাল হওয়া ভিডিওটি কিছুদিন আগের বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন ওসি।