Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা এলাকায় নিখোঁজের দুইদিন পর কবরস্থান পাশে বাঁশঝাড় থেকে প্রবাস ফেরত ফারুক মুন্সি নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। (৮ আগস্ট) শুক্রবার বেলা ১১টায় পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা মধ্যপাড়া জাকির মেম্বারের বাড়ির মৃত খোরশেদ মুন্সির ছেলে ফারুক মুন্সী (৩৫)গত বুধবার ৬ আগস্ট দুপুর থেকে নিখোঁজ ছিলেন। পরে তার স্ত্রী রেহানা বেগম আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুঁজির পর ব্রাহ্মণপাড়া থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। ফারুক মুন্সি দীর্ঘদিন যাবত প্রবাসে ছিলেন, প্রবাস থেকে এসে নিজ এলাকায় রাজমিস্ত্রির কাজ করতেন। শুক্রবার ৮ আগস্ট সকালে চান্দলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে একটি কবরস্থানের পাশে বাঁশঝাড় থেকে ফারুক মুন্সির লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে পরিবারের লোক ব্রাহ্মণপাড়া থানা পুলিশকে খবর দিলে পরিবারের লোক ফারুক মুন্সির লাশ সনাক্ত করে। খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং এসআই জাহাঙ্গীর আলম মৃত ফারুক মুন্সির লাশের শোরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ব্যাপারে পরিবারের লোক ব্রাহ্মণপাড়া থানায় একটি অপমৃত্যুর মামলা দাখিল করেন। এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) টমাস বড়ুয়া জানান, মৃত ফারুক মুন্সি দুদিন ধরে নিখোঁজ ছিল তার স্ত্রী থানা একটি সাধারণ ডায়েরি করেছে। শুক্রবার সকালে এলাকাবাসী তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামল হয়েছে।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *