কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের অভিযোগে মো. বিল্লাল হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। (৭ আগস্ট) বৃহস্পতিবার রাতে ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় মো. বিল্লাল হোসেনকে দোষী সাব্যস্ত করা হয়। আটক হওয়ার পর তিনি আদালতের কাছে মাদক সেবনের বিষয়টি স্বীকার করেন। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে উপজেলার ভারতীয় সীমান্তবর্তী শশীদল ইউনিয়নের আশাবাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা। অভিযানে তাকে সহযোগিতা করেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও থানা পুলিশের সদস্যরা। দণ্ডপ্রাপ্ত বিল্লাল হোসেন ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মইনপুর গ্রামের মৃত রহমত আলীর ছেলে। এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ ফারহানা পৃথা বলেন, মাদক নির্মূলে আমাদের নিয়মিত অভিযান চলছে। মাদক সেবন ও ব্যবসার সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।