Spread the love

নরসিংদীর রায়পুরায় স্ত্রী মর্জিনা খাতুনের মাথায় অস্ত্র ঠেকিয়ে ব্যবসায়ী তাজুল ইসলামের (৪৫) মরদেহ নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। সোমবার (৪ আগস্ট) সকাল ৯টায় উপজেলা পান্থশালা ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে দুপুর আড়াইটার দিকে মরদেহটি উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। নিহত তাজুল ইসলাম সায়দাবাদ বালুচর এলাকার মৃত মোতালিব মিয়া ছেলে এবং পেশায় ব্যবসায়ী ছিলেন। স্থানীয় ও নিহত তাজুল ইসলামের পরিবাবর সূত্রে জানা যায়, গত ২১ জুলাই উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ এলাকায় হানিফ মাস্টার ও এরশাদ মিয়ার অনুসারীদের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক নারী নিহত হন। একই দিন ওই এলাকার মুদি ব্যবসায়ী তাজুল ইসলামকে আটক করে মারধর ও এক পায়ে গুলি করে হানিফ মাস্টারের অনুসারীরা। এতে গুরুতর আহত হয়ে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতালে ভর্তি হন তিনি। এর পর রবিবার (৩ আগস্ট) সন্ধ্যায় তাজুলের স্বাস্থ্যের অবনতি দেখা দেয়। পরে আইসিইউ সংকটের কারণে তাকে একটি প্রাইভেট হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত ১২টার দিকে তার মৃত্যু হয়। আজ সোমবার (৪ আগস্ট) ভোরে তাজুলের মরদেহ নিয়ে নরসিংদীর রায়পুরায় ফিরছিলেন স্ত্রী মর্জিনা খাতুন। লাশবাহী অ্যাম্বুলেন্সটি উপজেলার পান্থমালা ফেরিঘাট গিয়ে থামে। তখন নিহতের স্ত্রীর মাথায় অস্ত্র ঠেকিয়ে মরদেহটি নিয়ে যান হানিফ মাস্টারের অনুসারীরা। পরে ঘটনাটি পুলিশকে জানানো হয়। নিহতের স্ত্রী মর্জিনা খাতুনের অভিযোগ, তার মৃত স্বামীর মরদেহটি নিয়ে থানায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। এ সময় হানিফ মাস্টারের অনুসারীরা তার মাথায় অস্ত্র ঠেকিয়ে মরদেহ নিয়ে চলে যায়। এর আগে ২১ জুলাই দাবি অনুসারে চাঁদা না পেয়ে তার স্বামী তাজুল ইসলামকে গুলি করে প্রতিপক্ষ।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *