Spread the love

কুমিল্লার বুড়িচং উপজেলায় পুলিশের অভিযানে ৫ কেজি গাঁজাসহ দুই মাদককারবারিকে আটক করা হয়েছে। রবিবার (৩ আগস্ট) রাত ১১টায় বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক জানায়,শনিবার সকাল সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা-বাগড়া সড়কের ফকির বাজার জামে মসজিদের সামনে এ অভিযান পরিচালনা করে বুড়িচং থানা পুলিশ। বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক জানান, এসআই রাকিবুল হাছানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ পরিচালিত অভিযানে সন্দেহভাজন দুই ব্যক্তির ব্যাগ তল্লাশি করে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন উপজেলার বাকশীমূল ইউনিয়নের কালিকৃষ্ণনগর আদর্শ গ্রামের কামাল হোসেনের ছেলে মো. হৃদয় (২১) ও মৃত রোসমত আলীর ছেলে মো. রিয়াদ হোসেন (২০)। ওসি জানায়,এ ঘটনায় বুড়িচং থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে আটক দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *