কুমিল্লা দক্ষিণ জেলা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি মিনহাদুল হাসান রাফি কে আটক করেছে কুমিল্লা ডিবি পুলিশ। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা ডিবির ওসি মোঃ আব্দুল্লাহ। পহেলা আগষ্ট ভোর পাঁচটায় ফেনী থেকে কুমিল্লা ডিবি পুলিশ তাকে গ্রেফতার করেছে। জানা যায়, গত কয়েক দুই মাসে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে তিনবার তার নেতৃত্বে ঝটিকা মিছিল করেছিল ছাত্রলীগ । ৫ আগস্ট কে ঘিরে নাশকতার আশঙ্কায় তাকে গ্রেফতার করা হয়েছে। জুলাই গনঅভ্যুত্থানে ছাত্র জনতার উপর হামলাকারী হিসেবে তার বিরুদ্ধে হত্যা মামলা সহ ডজন খানেক মামলা রয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি মিনহাদুল হাসান রাফি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ও কুমিল্লার বিভিন্ন এলাকায় নাশকতার জন্য পরিকল্পনা করেছে। সে ঢাকা চট্টগ্রাম থেকে কুমিল্লা এসে নেতাকর্মীদের সাথে বৈঠক করে । কুমিল্লা কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মহিনুল ইসলাম বলেন, তার নামে এক ডজন মামলা রয়েছে। তাকে ডিবি আদালতে প্রেরণ করেছে।