Spread the love

রাজধানীর গুলশানে সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে পাঁচ যুবককে আটক করেছে পুলিশ। শাম্মী আহমেদের পরিবার বলছে, সমন্বয়ক পরিচয় দিয়ে চাঁদা দাবি করা হয়েছিল। শনিবার রাত ৮টার দিকে ওই বাসা থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের ছাড়াতে থানা পুলিশের কাছে তদবির চলছে।পুলিশ জানিয়েছে, সম্প্রতি শাম্মী আহমেদের বাসায় গিয়ে সমন্বয়ক পরিচয় দিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে ওই পাঁচজন যুবক। তিনি পলাতক থাকায় তার স্বামীর কাছে এ চাঁদা দাবি করা হয়। কয়েক দিন আগে তারা ওই বাসায় গিয়ে ১০ লাখ টাকা নিয়ে আসে। আজ রাত ৮টার দিকে তারা আবার ওই বাসায় যায় স্বর্ণালংকার আনতে। সে সময় বাড়ির লোকজন পুলিশকে খবর দিলে রিয়াদসহ সমন্বয়ক পরিচয় দেওয়া পাঁচজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। স্থানীয় সূত্র জানায়, সমন্বয়ক পরিচয় গুলশানের ৮৩ নম্বর রোডের বাসাটড সংরক্ষিত মহিলা- আসনের সাবেক এমপি শাম্মী আহমেদের। চাঁদা দাবির ঘটনায় ৫ জনকে ওই বাসা থেকে আটক করেছে গুলাশান থানা পুলিশ। সমন্নয়কদের মধ্যে নেতৃত্বে ছিলেন রিয়াদ। তাদের ছাড়াতে জোর তদবির চলছে। গুলশান থানার ওসি হাফিজুর রহমান বলেন, ঘটনাটি তদন্ত করছি। আটক হওয়া সবাইকে জিজ্ঞাসাবাদ করে বিষয়টি জানার চেষ্টা করছি।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *