Spread the love

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় বড় ধরনের মাদকবিরোধী অভিযানে ১৭৮ বোতল বিদেশী মদ ও বিয়ার উদ্ধার করেছে দেবিদ্বার থানা পুলিশ। মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার পুরান বাজার কুশাগাজী বাড়ির সামনের গোমতী নদী থেকে মাদকগুলো উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় লোকজনের সহায়তায় সন্দেহজনকভাবে নদীর পাড়ে কিছু বস্তা পড়ে থাকতে দেখে বিষয়টি থানায় জানানো হয়। পরে দেবিদ্বার থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালিয়ে ৫০ বোতল বিদেশী মদ এবং ১২৮ ক্যান বিয়ার উদ্ধার করে। দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামশুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ বলেন, “স্থানীয়দের সহযোগিতায় আমরা এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করতে সক্ষম হয়েছি। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। আপাতত অজ্ঞাত আসামীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে এবং মাদক কারবারীদের চিহ্নিত করতে তদন্ত অব্যাহত রয়েছে।” তিনি আরও জানান, এটি একটি পরিকল্পিত চক্রের কাজ হতে পারে। উদ্ধারকৃত মাদকদ্রব্যগুলো পুলিশ হেফাজতে রয়েছে এবং নিয়মিত আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *