Spread the love

গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার নিন্দা জানিয়েছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। একইসঙ্গে একটি প্রশ্ন তুলেছেন তিনি। নাছির বলেছেন, ‘আজকের দিনে গোপালগঞ্জে যাওয়া এনসিপির কতটা যুক্তিসঙ্গত, তা জনগণের কাছে আমাদের প্রশ্ন।’ বুধবার (১৬ জুলাই) বিকালে চট্টগ্রামের ষোলশহরে ‘জুলাই অগাস্টের গণ অভ্যুত্থানে শহীদ ছাত্রদল নেতা ওয়াসিম আকরামসহ সব শহীদদের বীরত্বগাথা স্মরণে’ চট্টগ্রাম বিভাগীয় ছাত্রদলের এক সমাবেশে এ কথা বলেন তিনি। অভ্যুত্থানের এক বছর পূর্তিকে কেন্দ্র করে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই কর্মসূচির অংশ হিসেবে বুধবার গোপালগঞ্জে যায় দলটির নেতাকর্মীরা। গোপালগঞ্জে শেখ হাসিনার গ্রামের বাড়ি ও নির্বাচনী এলাকা হওয়ায় সেখানে আওয়ামী লীগের প্রভাব এখনো রয়েছে। যদিও বর্তমানে দলটির কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এদিন এনসিপির কেন্দ্রীয় নেতারা গোপালগঞ্জে পৌঁছালে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলার মুখে পড়েন। হামলাকে কেন্দ্র করে আওয়ামী কর্মীদের সঙ্গে পুলিশের টানা পাঁচ ঘণ্টারও বেশি সময় সংঘর্ষ চলে। প্রাণহানি ঘটে অন্তত চারজনের। দীর্ঘ সময় গোপালগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আটকে থাকার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীর সাঁজোয়া যান পাঠানো হয়। পরে সেই যানেই নিরাপত্তা ঘিরে এলাকা ত্যাগ করেন এনসিপি নেতারা। যেদিনআবু সাঈদদের মত শহীদদের স্মরণে ‘জুলাই শহীদ দিবস’ পালিত হচ্ছে, সেদিনই এনসিপি গোপালগঞ্জে গেছে। সে বিষয়টি নিয়েই প্রশ্ন তুলেছেন ছাত্র দলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। সমাবেশে জামায়াতের সমালোচনা করে ছাত্রদল নেতা নাছির বলেন, ‘দেশের সৎ ও সাহসী প্রশাসনিক লোকজনকে জামায়াতের পরামর্শে গুরুত্বপূর্ণ জায়গা থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। সেখানে আওয়ামী উচ্ছিষ্টভোগীদের পদায়ন করা হয়েছে।’ এ কারণেই আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে বলে মন্তব্য করেন ছাত্রদলের নাছির। একইসঙ্গে শিবিরের নেতাকর্মীরা জুলাই অভ্যুত্থানে তাদের সম্পৃক্ততার ‘উল্লেখযোগ্য প্রমাণ দিতে ব্যর্থ হয়েছে’ বলেও দাবি করেন তিনি।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *