Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় মাদকসেবনের দায়ে এক ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে বিভিন্ন অনিয়মের দায়ে আরও সাতজনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে উপজেলার সদর বাজার, হরিমঙ্গল, তেঁতাভূমি, সেনের বাজার ও শশীদল রেলস্টেশন এলাকায় এই যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ ফারহানা পৃথা। তাদের সহায়তা করেন ব্রাহ্মণপাড়া থানার এসআই আনিসুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম। উপজেলা প্রশাসন জানায়, গাঁজা সেবনের অপরাধে এক মাদকসেবীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। অভিযানে আরও বিভিন্ন অপরাধে যেসব জরিমানা করা হয়: অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে এক হোটেল মালিককে ৪ হাজার টাকা। এক মুদি দোকানি ও এক কনফেকশনারিকে ৩ হাজার টাকা।যানজট সৃষ্টির দায়ে কাভার্ডভ্যান ও পিকআপ চালককে ৭ হাজার টাকা। প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় দুই মোটরসাইকেল চালককে ৩ হাজার টাকা। আর এক পরিবহন চালককে ১ হাজার টাকা জরিমানা অভিযান শেষে ইউএনও মাহমুদা জাহান বলেন, “মাদক ও অনিয়মের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। জনস্বার্থে ভবিষ্যতেও এ কার্যক্রম চলবে।” স্থানীয়রা মনে করছেন, এ ধরনের অভিযান এলাকায় শৃঙ্খলা রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *