কুমিল্লার চৌদ্দগ্রামে ২০১৫ সালের পেট্রলবোমা হামলা ও কাভার্ডভ্যান অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা হত্যা ও নাশকতার তিনটি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অব্যাহতি দিয়েছেন আদালত। একইসঙ্গে মামলাগুলো রাজনৈতিক বিবেচনায় প্রত্যাহারের আবেদনের প্রেক্ষিতে বাকি আসামিদের বিরুদ্ধেও মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে। সোমবার (৭ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা জেলা জজ আদালতের পিপি মো. কাইমুল হক রিংকু। প্রসঙ্গত, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি চৌদ্দগ্রামের জগমোহনপুরে বাসে পেট্রলবোমা হামলায় ৮ জন নিহত হওয়ার ঘটনায় দুটি মামলা এবং ২৫ জানুয়ারি কাভার্ডভ্যান অগ্নিকাণ্ডে আরেকটি মামলা দায়ের হয়েছিল, যেখানে বিএনপি নেত্রীসহ ৭৮ জন আসামি করা হয়। আদালত শুনানিতে বেগম খালেদা জিয়ার সরাসরি সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ায় তাকে অব্যাহতি দেন। পিপি রিংকু জানান, মামলা তিনটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বিবেচনায় আইন মন্ত্রণালয় থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত এসেছে। ফলে চৌদ্দগ্রাম থানায় আর কোনো মামলা নেই বিএনপি নেতাদের বিরুদ্ধে।