Spread the love

বর্তমানে সাইবার অপরাধ, ফেসবুক হ্যাকিং এবং অনলাইন প্রতারণা আমাদের দৈনন্দিন জীবনের উদ্বেগজনক বাস্তবতায় পরিণত হয়েছে। এই চ্যালেঞ্জের মধ্যেই কুমিল্লার বুড়িচং উপজেলার মহিষমারা এলাকার একদল তরুণ প্রশংসনীয় ও ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন। তারা গড়ে তুলেছেন একটি সাইবার নিরাপত্তাবিষয়ক সংগঠন Cumilla Cyber Help Center (CCHC)। এই সংগঠনের নেতৃত্বে রয়েছেন মো. মাহি, সাথে রয়েছেন তার কয়েকজন বন্ধু। দলটি মূলত সামাজিক যোগাযোগমাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। তাদের সেবার মধ্যে রয়েছে,হ্যাক হওয়া ফেসবুক অ্যাকাউন্ট পুনরুদ্ধার,রিপোর্টের কারণে বন্ধ হওয়া পেইজ রিকভার,ফেক আইডি শনাক্ত ও প্রতিরোধ,অনলাইন প্রতারণা রোধ,পেইজ ভেরিফিকেশনে সহায়তা,হারানো মোবাইল উদ্ধার। মো. মাহি বলেন,প্রতিদিন অসংখ্য মানুষ সাইবার নিরাপত্তাজনিত সমস্যায় পড়ছেন। এসব সমস্যার দ্রুত ও কার্যকর সমাধান দিতে আমরা নিরলসভাবে কাজ করছি। ইতোমধ্যে অনেক ব্যবহারকারী আমাদের সেবায় সন্তুষ্টি প্রকাশ করেছেন। তিনি আরও বলেন,আমাদের লক্ষ্য গ্রামের সাধারণ মানুষকেও অনলাইনে নিরাপদ রাখা। কারণ এখন ফেসবুক শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি অনেকের জীবিকা, ব্যবসা এবং পরিচয়ের মাধ্যম। তাই এর নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। প্রাথমিকভাবে স্থানীয় পর্যায়ে শুরু হলেও বর্তমানে Cumilla Cyber Help Center (CCHC) দেশের বিভিন্ন জেলা থেকেও সেবা প্রদান করছে। ভবিষ্যতে এই সেবাকে আন্তর্জাতিক পর্যায়ে সম্প্রসারণের স্বপ্ন দেখছেন মাহি ও তার দল। নিঃসন্দেহে এই উদ্যোগ দেশের ডিজিটাল নিরাপত্তা খাতে এক গুরুত্বপূর্ণ সংযোজন। একইসাথে এটি তরুণ সমাজকে প্রযুক্তিনির্ভর সমস্যা সমাধানে অনুপ্রাণিত করবে এবং একটি নিরাপদ, সচেতন ডিজিটাল বাংলাদেশ গঠনে অবদান রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *