কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বেজুরা গ্রামে মারুফ হোসেন (১৫) নামে এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সোমবার (১৬ জুন) দিবাগত রাত ২টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মারুফ হোসেন ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়নের বেজুরা উত্তর পশ্চিম পাড়ার নছর উদ্দিনের বাড়ির মমিনুল ইসলামের ছোট ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার রাতে মারুফ তার বসতঘরে দরজা বন্ধ করে ঘুমাতে যায়। পরদিন মঙ্গলবার (১৭ জুন) সকালে সে ঘুম থেকে না উঠলে পরিবারের সদস্যরা ডাকাডাকি শুরু করে। দীর্ঘক্ষণ সাড়া না পেয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখতে পান, মারুফ গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। তার এই করুণ দৃশ্য দেখে পরিবার ও আশপাশের লোকজন শোকাহত হয়ে পড়েন। খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন কর্তব্যরত পুলিশ কর্মকর্তা এসআই আবু হাচানাত।