কুমিল্লার বুড়িচং উপজেলায় অনুমোদনহীন ও অবৈধ ডায়াগনস্টিক সেন্টারগুলোতে প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন সাধারণ মানুষ। এসব সেন্টার কোন রকম নিয়মনীতি না মেনে পরিচালিত হচ্ছে। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শীঘ্রই এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) তানভীর হোসেন। বুধবার (২১ মে) বুড়িচং উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির সভায় এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেন। সভায় আরও জানানো হয়, উপজেলায় নিষিদ্ধ পলিথিন ব্যবহার বন্ধ, মেয়াদোত্তীর্ণ ও ভেজাল ওষুধ বিক্রি রোধ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ প্রতিরোধ এবং আসন্ন ঈদুল আযহা উপলক্ষে গরুর হাটে জালনোট ও প্রতারক চক্র সনাক্তকরণ ও কুরবানির পর চামড়া পাচার রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। সভায় উপস্থিত ছিলেন:উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হক,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. মালেকূল আফতাব ভূইয়া,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আফরিনা আক্তার,উপজেলা প্রকৌশলী ইঞ্জিনিয়ার আলিফ আহমেদ অক্ষর,বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম আমিনুল ইসলাম,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল মান্নান,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো. তানভীর হোসেন,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আতিকুর রহমান,বুড়িচং থানার প্রতিনিধি এসআই নূরুল ইসলাম,উপজেলা সমবায় অফিসার মো. মীর হোসেন,উপজেলা খাদ্য কর্মকর্তা মো. হারুনুর রশিদ,উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা মো. আহমদ উল্লাহ,বিজিবি খারেরা বিওপির কোম্পানি কমান্ডার আনোয়ার হোসেন,উপজেলা বিআরডিবি কর্মকর্তা রাসেল সারোয়ার,উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা যোবায়ের হাসান,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সাহেদুল আলম চৌধুরী,পল্লী বিদ্যুতের এজিএম আশরাফুল ইসলাম,ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো. হাবীবুর রহমান,বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম ও সাবেক সভাপতি মো. মোসলেহ উদ্দিনসহ সকল ইউপি প্যানেল চেয়ারম্যান ও উপজেলা আনসার বিডিপি কর্মকর্তা ও বিভিন্ন দপ্তরের প্রতিনিধিবৃন্দ উপজেলা প্রশাসন সকলকে সহযোগিতার আহ্বান জানিয়েছে এবং জনস্বার্থে এ অভিযানকে সফল করতে সচেতন থাকার অনুরোধ জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *