Spread the love

“সরকারি গুদামে কৃষকের ধান, বাঁচবে কৃষক বাঁচবে প্রাণ, ধানের দাম পাচ্ছে বেশি, কৃষক এখন অনেক খুশি” — এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার বুড়িচং উপজেলায় ৩৬ টাকা কেজি দরে বোরো ধান সংগ্রহ কার্যক্রম শুরু করেছে উপজেলা খাদ্য বিভাগ। মঙ্গলবার (২০ মে) উপজেলা খাদ্য গুদাম সূত্রে জানা যায়,সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে এ ধান সংগ্রহ কার্যক্রম শুরু হয় এবং এটি চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ধান সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সংগ্রহ ও মনিটরিং কমিটির সভাপতি তানভীর হোসেন। উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা হারুনুর রশিদ জানান, এ বছর বুড়িচং উপজেলার প্রকৃত কৃষকদের নিকট থেকে ৩৬ টাকা কেজি (১৪৪০ টাকা প্রতি মণ) দরে ধান সংগ্রহ করা হবে। প্রতিজন কৃষকের কাছ থেকে সর্বোচ্চ ৩ টন ধান সংগ্রহ করা হবে। ধান সংগ্রহের মোট লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬৩৯ মেট্রিক টন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হক, সরকারি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা খাদিজা আক্তার, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, উপজেলা সংগ্রহ ও মনিটরিং কমিটির সদস্যবৃন্দ এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষকরা। কৃষকের অ্যাপ এবং উপজেলা কৃষি অফিসের নিবন্ধিত তালিকা অনুসারে ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে ধান সংগ্রহ করা হচ্ছে। ধানের মূল্য সরাসরি কৃষকের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে পরিশোধ করা হবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *