কুমিল্লার দাউদকান্দি উপজেলার বিটেশ্বর ইউনিয়নে সালিশ বৈঠক শেষে ছুরিকাঘাতে শাকিল (২৯) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শাকিল বিটেশ্বর গ্রামের আব্দুল মালেক মিয়ার ছেলে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে বরকোটা এলাকার নেকবর আলীর ছেলে জাকির হোসেনকে তাৎক্ষণিক আটক করেছে পুলিশ। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গত বুধবার মোটরসাইকেল চালক ও সিএনজি চালকের মধ্যে একটি দ্বন্দ্ব সৃষ্টি হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার বিকেলে সালিশি বৈঠকের আয়োজন করা হয় বিটেশ্বর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে। ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান বৈঠকে সভাপতিত্ব করেন। চেয়ারম্যান হাবিবুর রহমান জানান, সালিশে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে মোটরসাইকেল চালককে সিএনজি চালকের চিকিৎসা বাবদ ৭ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার এক হাজার টাকা তাৎক্ষণিক প্রদান করা হয় এবং বাকি টাকা দুই দিনের মধ্যে পরিশোধের সিদ্ধান্ত নিয়ে বৈঠক শেষ করা হয়। বৈঠক শেষ করে সবাই চলে গেলে কিছু সময় পর মারামারির খবর পাওয়া যায়। গুরুতর আহত অবস্থায় শাকিলকে প্রথমে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার ওসি মো. জুনায়েত চৌধুরী বলেন, “সালিশ বৈঠক শেষে মারামারির ঘটনায় শাকিল নামে এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছেন। আমরা ঘটনার সঙ্গে জড়িত জাকির হোসেনকে আটক করেছি। এ বিষয়ে তদন্ত চলছে।” ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে।