কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় শশীদল বিওপির বিজিবি’র অভিযানে চুয়াত্তর লক্ষধিক টাকার মূল্যের ভারতীয় বাজি জব্দ করা হয়েছে। (৬ মে ২০২৫) মঙ্গলবার রাত ১০ টার দিকে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জিয়াউর রহমান, পিবিজিএম, বিজিবিএমএস, এএসসি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান,সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকার কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলাধীন সীমান্তবর্তী এলাকা শশীদল নামক স্থান হতে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন পরিত্যাক্ত অবস্থায় ৭৪,২৮,২০০/- (চুয়াত্তর লক্ষ আটাশ হাজার দুইশত) টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় বাজি জব্দ করে। সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জিয়াউর রহমান, পিবিজিএম, বিজিবিএমএস, এএসসি জানান, সর্বদা সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব অবৈধ ভারতীয় মালামাল জব্দ করা হচ্ছে।