গরিব ও অসহায় মানুষের সেবার লক্ষ্যে ফকিরবাজারে রিফাত মেডিকেল সেন্টার শুভ উদ্বোধন করলেন ডাক্তার দম্পতি! সেবার মাধ্যমে মানুষের খুব কাছে যাওয়া যায়। সেবা করেই মানুষের কল্যাণে কাজ করা যায়।গ্রামীণ গরিব-অসহায় মানুষ যাতে সেবা থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্য নিয়েই ফকিরবাজারে রিফাত মেডিকেল সেন্টার শুভ উদ্বোধন করলেন ডাক্তার দম্পতি ডাক্তার মো.ইফতেখার হোসেন রিফাত ও ডাক্তার নাসরিন জাহান নীলা। ‘সঠিক সময়ে সঠিক চিকিৎসা,আমরা আছি আপনাদের আস্থায়’ এ শ্লোগানকে সামনে রেখে (২৫ এপ্রিল ২০২৫) শুক্রবার বিকেলে কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের ফকিরবাজার মসজিদ মার্কেটের ২য় তলায় ‘রিফাত মেডিকেল সেন্টার’ মিলাদ মাহফিল ও দোয়ার মাধ্যমে শুভ উদ্বোধন করা হয়েছে। উক্ত মিলাদ ফাহফিল ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফকিরবাজার স্কুল এন্ড কলেজের সাবেক শিক্ষক ও সাবেক সভাপতি আলহাজ্ব আলী আহম্মদ মাস্টার, ফকির বাজার কমিটির সভাপতি ফয়েজ আহম্মদ মেম্বার,ডাক্তার মো.ইফতেখার হোসেন রিফাতের পিতা ও ইউপি সচিব হাজী মো. জাহাঙ্গীর হোসেন,ফকিরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের সেক্রেটারী মো.বিল্লাল হোসেন,সাবেক ব্যাংক কর্মকর্তা মো.জয়নাল আবেদীন,সাবেক মেম্বার ও বিএনপি নেতা নূরুল ইসলাম মেম্বার সহ এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন ফকির বাজার জামে মসজিদের খতিব মাওলানা কাউছার আহম্মদ, পাহাড়পুর বেলবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মিজানুর রহমান। জানা যায়,ডাক্তার মো.ইফতেখার হোসেন রিফাত, তিনি (এম.বি.বি.এস) (এম.সি.জি.পি,) (সি.সি.ডি- বারডেম) জেনারেল ফিজিশিয়ান ও মেডিসিন,ডায়াবেটিস,চর্ম ও শিশু রোগের চিকিৎসক। তিনি রোগী দেখবেন রবিবার,সোমবার,মঙ্গলবার ও বুধবারে বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত। ডাক্তার নাসরিন জাহান নীলা এম.বি.বি.এস, বিসিএস(স্বাস্থ্য), এফ.সি.পি.এস(পার্ট-১) জেনারেল সার্জারী। সে সার্জারী,চর্ম, গাইনী ও প্রসূতি রোগের চিকিৎসক। তিনি রোগী দেখবেন, বৃহস্পতিবার, শুক্রবার,শনিবার বিকাল ৪টা থেকে রাত ৮ টা পর্যস্ত। অনুষ্ঠান শেষে ডাক্তার মো.ইফতেখার হোসেন রিফাত ও ডাক্তার নাসরিন জাহান নীলা জানায়,তারা সব সময় গরিব অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। মা ও শিশু সেবার পাশাপাশি সব বিভাগে স্বল্প ব্যয়ে মানসম্মত সেবা দেওয়ার চেষ্টা থাকবে। নতুন সম্প্রসারিত অংশের মাধ্যমে রোগীরা আরও বেশি সুবিধা পাবে বলে আশ্বস্ত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *