কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বুড়িচং অংশে যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে অটোরিকশায় থাকা এক যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় অটোরিকশায় থাকা নারী ও শিশুসহ অন্তত ৪ যাত্রী আহত হয়েছে। রবিবার (২৭ এপ্রিল) বেলা ১১ ঘটিকায় উপজেলার সিন্দুরিয়া পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তফা সরোয়ার বিপ্লব (৫০) নরসিংদী জেলার কামাড়গাও গ্রামের মোস্তফা কামালের ছেলে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, কুমিল্লা থেকে ছেড়ে আসা মুরাদনগরগামী রয়েল সুপার পরিবহনের একটি এসি বাসটি মহাসড়কের সিন্দুরিয়া পাড়া এলাকায় পেছন থেকে সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি ধুমরে মুচড়ে যায়। এসময় অটোরিকশায় থাকা আরো এক মহিলা ও শিশুসহ ৫ যাত্রী আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিপ্লবকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ময়নামতি হাইওয়ে ক্রসিং থানা ও দেবপুর ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে এসে দুর্ঘটনা কবলিত দুটি গাড়িকে উদ্ধার করে। ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার উপপরিদর্শক (এসই) আনিছুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই নিহতের স্বজনরা মৃতদেহ নিয়ে গেছেন। পরে দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।