আজ শুক্রবার দৈনিক যুগান্তর ব্রাহ্মণপাড়া প্রতিনিধি সৌরভ মাহমুদ হারুনের বড় ভাই মো. ফজলুর রহমান শহীদের ৭ম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে মরহুমের কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর গ্রামের বাড়িতে সকালে কবর জিয়ারত, কুরআনখানি, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হবে। শুক্রবার বাদজুমা পীরযাত্রাপুর কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হবে। এতে মরহুমের আত্মীয়স্বজনদের অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। উল্লেখ্য, ২০১৮ সালে ভোর সাড়ে ৫টায় কুমিল্লা মহানগরীর সিডিপ্যাথ হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ফজলুর রহমান শহীদ মৃত্যুবরণ করেন। তিনি চাকরি থেকে অবসরে এসে এলাকায় সমাজসেবা ও রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন।