কুমিল্লার বুড়িচংয়ে জুয়া খেলার অপরাধে ৩ যুবককে ৭ দিনের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত। (১৮ এপ্রিল ২০২৫) শুক্রবারে বুড়িচং থানাধীন দেবপুর ফাঁড়ির পুলিশ ৩ জুয়ারিকে আটক করে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও সাহিদা আক্তার ভ্রাম্যমান আদালত পরিচালনা করে প্রত্যেককে ৭ দিন করে জেল প্রদান করেন। শুক্রবার বিকেলে সাজাপ্রাপ্তদের কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক। ওসি আজিজুল হক তালাশ বাংলাকে জানান, টাকার বিনিময়ে জুয়া খেলা হচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে দেবপুর ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করার পর ভ্রাম্যমান আদালত পরিচালনা করে প্রত্যেককে ৭ দিন করে জেল প্রদান করেন ইউএনও সাহিদা সাজাপ্রাপ্তরা হলো, বুড়িচং উপজেলার বাজেবাহেরচর গ্রামের খোরশেদ আলমের ছেলে ইকবাল (৩৫), দেবিদ্বার উপজেলার ব্রাক্ষণখাড়া গ্রামের সোনা মিয়ার ছেলে মো. রাসেল (২৮) ও বুড়িচং উপজেলার আবিদপুর গ্রামের আমির হোসেনের ছেলে ওমর ফারুক (২৫)। ওসি আরো জানান, আরেকটি অভিযানে ৭ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। সাজা প্রাপ্ত আসামীর নাম মোঃ রিপন। সে বুড়িচং উপজেলার শংকুচাইল গ্রামের আব্দুল মালেকের ছেলে।সাজা প্রাপ্ত চার আসামীকে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *