কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। (৮ এপ্রিল ২০২৫) মঙ্গলবার বাকশীমূল উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের এডহক কমিটির সভাপতি ও ফজলুর রহমান মেমোরিয়্যাল কলেজ অব টেকনোলজির অধ্যক্ষ আলহাজ্ব মো.আবু তাহের। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক মো. জামাল হোসেনের সঞ্চালনায় মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার অধ্যক্ষ মাও. মফিজুল ইসলাম এবং ধর্মীয় শিক্ষক মিজানুর রহমান। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা বাবু হিরা লাল বনিক,প্রভাষক ও মাওলানা আলামিন শিল্পী,অবসরপ্রাপ্ত শিক্ষক দিলিপ চন্দ্র মজুমদার,মাদ্রাসার প্রস্তাবিত সভাপতি ইমতিয়াজ আহমেদ রাসেল মুহুরী,পেশকার নাজমুল হাসান সোহাগ,অভিভাবক সদস্য মোহেল আরমান সেলিম,শিক্ষক প্রতিনিধি নাছিমা আক্তার। শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন মোবারক হোসেন বিএসসি,ইংরেজি শিক্ষক আরমান হোসেন। এসময় উপস্থিত ছিলেন, দাতা সদস্য মো.হানিফ,ধানু ডিলার,এড.জাকারিয়া, বিশিষ্ট ব্যবসায়ী শাহজালাল টুটুল, বিল্লাল হোসেন,অফিস সহকারী কাউছাসহ এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ ও সকল শিক্ষক,পরীক্ষার্থীরা। অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যক্ষ আলহাজ্ব অবু তাহের ও প্রধান শিক্ষক শফিকুল ইসলাম পরীক্ষার্থীদের উদ্দেশ্যে এসএসসি পরীক্ষার প্রস্তুতির দিকনির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *