কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের ‘কোদালিয়া যুব ও প্রবাসী উন্নয়ন সংগঠন’ এর উদ্যোগে বিভিন্ন আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। (১ এপ্রিল ২০২৫) মঙ্গলবার ঈদ-উল-ফিতরের দ্বিতীয় দিন কোদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে ‘একের সহযোগীতা অন্যের জীবন, সমৃদ্ধ হোক আত্মার বাঁধন’ এই স্লোগানকে সামনে রেখে কোদালিয়া যুব ও প্রবাসী উন্নয়ন সংগঠন এর উদ্যোগে দিনব্যাপী ঈদ পূর্ণমিলনী, ফ্রি মেডিকেল ক্যাম্প, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও কোরআনে হাফেজদের সংবর্ধনা, এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ, মিনি ম্যারাথন প্রতিযোগীতা, আলোচনা সভা, র‍্যাফেল ড্র এবং পুরস্কার বিতরণের মধ্য দিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানটি সমাপ্ত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ন্যাশনাল ব্যাংক লিমিটেড ঢাকা নর্থ এর এসইভিপি এন্ড রিজিওনাল ম্যানেজার মো.আব্দুর রহিম। সংগঠনের সদস্যদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা জর্জকোটের সাবেক পিপি এড. আ হ ম তাইফুর আলম,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা জর্জকোটের সিনিয়র আইনজীবী ও ফকিরবাজার স্কুল এন্ড কলেজের সভাপতি এড. ফারুক আহমেদ,মৌলভী বাজার কমলগঞ্জ পতন উষার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফয়েজ আহম্মেদ, চৌয়ারা আদর্শ ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক জি এম ফারুক,ছয়গ্রাম উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো.হাবিবুর রহমান বাবুল মাস্টার,ঢাকা এস আর এন্টারপ্রাইজের প্রোপাইটর অধ্যাপক মোহাম্মদ ছাদেকুর রহমান খান,সাবেক ইউপি সদস্য রমিজ উদ্দিন মেম্বার,ছয়গ্রাম মর্ডাণ প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ মোশারফ হোসেন,ঢাকা সিজিএ কার্যালয়ের সুপার মো. সোলায়মান,সাহেবাবাদ ইসলামিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মো. জাহিদ উল্লাহ, শ্রীমন্তপুর এম এ ছাত্তার উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. রবিউল হোসেন মাস্টার,কালিকাপুর আব্দুল মতিন খসরু ডিগ্রী সরকারি কলেজের লাইব্রেরীয়ান মো. দুলাল হোসেন,রুপালী লাইফ ইন্সুরেন্স এর ম্যানেজার প্রশাসন মোহাম্মদ সুলায়মান ও ঢাকা দারুস সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. আতাউর রহমান সহ এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বাকশীমূল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম নুুরুল ইসলাম মাস্টার ও শংকুচাইল ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাবেক সুপার ও মাওলানা মরহুম মীর হোসেনকে মরণোত্তর সম্মাননা স্মারক প্রদান করেন সংগঠনের পক্ষে অতিথিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *