কুমিল্লার বুড়িচং উপজেলায় অবস্থিত দেশের অন্যতম বৃহত্তম সবজির পাইকারি নিমসার বাজারের ইজারা বাতিল করা হয়েছে। ইজারার বকেয়া টাকা নির্দিষ্ট সময়ে পরিশোধ না করায় গত মঙ্গলবার ২৫ উপজেলা প্রশাসন ইজারাদারের দরপত্র বাতিল করে। এতে এবারের দরপত্রে বিজয়ী আব্দুল জলিলের অগ্রিম পরিশোধকৃত ১ কোটি ৫৮ লাখ টাকা বায়েজাপ্ত হয়েছে।এর আগে আব্দুল জলিল দরপত্র বিজয়ী হওয়ার পর স্থানীয় ব্যবসায়ী ও রাজনীতি মহলের ব্যক্তিরা ঢাকা-চট্রগ্রাম মহসড়কে নিমসার এলাকায় বিক্ষোভ মিছিল করেছিলেন। এদিকে বুধবার (২৬ মার্চ) উপজেলা প্রশাসন নতুন করে বাজারের ইজারার বিজ্ঞপ্তির ঘোষণা দেয়। দেশের অন্যতম বৃহৎ এই বাজারে সারা দেশ থেকে পাইকার, মধ্যস্বত্বভোগী, খুচরা বিক্রেতা, কৃষক মৌসুমি নানা ধরনের তরিতরকারি, ফলমূলসহ বিভিন্ন জিনিসপত্র বিক্রির জন্য নিয়ে আসেন। বাজারটিতে পাইকার, খুচরা, ভাসমানসহ দুই হাজারের বেশি ব্যবসায়ী রয়েছেন। প্রতিবছরের মতো এবারও উপজেলা প্রশাসন থেকে স্থানীয় ও জাতীয় পত্রিকায় বাজারের ইজারার বিজ্ঞপ্তি প্রকাশ করে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে গত ২০ ফেব্রুয়ারি কুমিল্লা মহানগরীর বদরপুর এলাকার খলিলুর রহমানের ছেলে আব্দুল জলিল সর্বোচ্চ ৫ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৯১৫ টাকা বাজারটির ইজারা লাভ করে।

এ সময় বিধি মোতাবেক নগদ ১ কোটি ৫৮ লাখ টাকা নগদ পরিশোধ ও গত ২৩ মার্চ বাকি টাকা পরিশোধের সময়সীমা নির্ধারণ ছিল। কিন্তু ইজারাদার নির্দিষ্ট তারিখে বকেয়া পরিশোধ করতে না পারায় দরপত্র বাতিল হয়ে যায়।

ইজারাদার আব্দুল জলিল বলেন, আমাকে প্রশাসন থেকে চিঠি দেওয়া হয়েছে। আমি এ বিষয়ে উচ্চ আদালতে রিট করব। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাহিদা আক্তার বলেন, সরকারি নিয়মে জামানতের পুরো টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় ইজারাদার আব্দুল জলিলের দরপত্র বাতিল করা হয়েছে। পাশাপাশি তার অগ্রিম পরিশোধকৃত টাকাও বাজেয়াপ্ত হয়ে যায়।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *