স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তা শরীফ মাহমুদ চট্টগ্রাম কারাগারে সংগৃহীত ছবি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক জনসংযোগ কর্মকর্তা ও বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের উপ-আঞ্চলিক পরিচালক মো. শরীফ মাহমুদকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শুক্রবার (২১ মার্চ) বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক শুনানি শেষে এ আদেশে দেন। চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন সাংবাদিকদের জানান, আজকে (২১ মার্চ) শরীফ মাহমুদকে আদালতে হাজির করা হয়। এ সময় তাঁর জামিনের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেন। চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত (কর্মকর্তা) ওসি রফিক আহমেদ জানান, আটক শরীফ মাহমুদকে ৫৪ ধারায় আদালতে পাঠানো হয়েছে। সরকারি ওই কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) একটি মামলা রয়েছে। এই ব্যাপারে দুদকের সঙ্গেও যোগাযোগ করা হয়। দুদক পরবর্তী করণীয় ঠিক করবে। গত বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে বাংলাদেশ বেতার ভবনে শরীফ মাহমুদকে অবরুদ্ধ করেছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত শিক্ষার্থীরা। এই খবর পেয়ে পুলিশ তাকে হেফাজতে নেয়। শিক্ষার্থীদের অভিযোগ, গত বছরের ৪ আগস্ট শরীফ মাহমুদের স্বাক্ষর করা চিঠিতে কারফিউ জারি হয়েছিল। তাই তাকে আটক করতে হবে।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *