রাজধানীর কলাবাগান থানা এলাকায় একটি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে সমন্বয়ক পরিচয় দেওয়া ১৪ তরুণকে আটক করেছে যৌথ বাহিনী। তাঁদের কলাবাগান থানায় হস্তান্তর করা হয়েছে। আজ শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। ওসি মুক্তারুজ্জামান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কলাবাগান থানার আহ্বায়ক সালাউদ্দিন সালমানসহ বিভিন্ন পদের ১৪ জনকে আটক করা হয়েছে। তাঁরা রাজধানীর রাসেল স্কয়ারে শেখ কবির নামের এক ব্যবসায়ীর অফিসে হামলা ও ভাঙচুর করেছেন। ওসি আরও বলেন, ‘এ সময় তারা কিছু টাকাপয়সা ও চারটি কম্পিউটার নিয়ে যায় বলে অভিযোগ এসেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। মামলার আগে এ বিষয়ে আর কিছু বলতে পারব না।’