ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধজনগর গ্রামে স্ত্রী ও শ্যালিকাকে শ্বাসরোধে হত্যা করে। ঘটনার পর পালিয়েছে আমীর হোসেনে। রবিবার (২ মার্চ) গভীর রাতে হত্যাকাণ্ডের এ ঘটনাটি ঘটে। তবে কি কারণে তাদেরকে হত্যা করা হয়েছে এ বিষয়ে স্থানীয় বা পরিবারের লোকজন নিশ্চিত করে বলতে পারেননি। সোমবার (৩ মার্চ) সকাল সোয়া ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধারসহ বিভিন্ন বিষয়ে তদন্ত করছে। নিহতরা হলো, ধজনগর গ্রামের রওশন আলীর মেয়ে স্মৃতি আক্তার ও তিথি আক্তার। বছর দেড়েক আগে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার জামতলী গ্রামের জাকির হোসেনের ছেলে আমীর হোসেনের বিয়ে হয়। সাবেক ইউপি মেম্বার মো. ইউনুস পাঠান জানান, খবর পেয়ে তারা এসে বিছানায় মরদেহ দেখতে পান। দুই বোনের শরীরে আঘাত না থাকায় শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরিবারের লোকজন বলছে স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব ছিলো। রাত একটার পর এ ঘটানাটি ঘটানো হয়েছে বলে ধারণা করছেন তারা। গোপীনাথপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে কিভাবে কি হয়েছে সেটা জানার চেষ্টা করছে। আমীর হোসেন পালিয়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *