গাজীপুরের টঙ্গীতে পাইকারি মাদকের খোলা বাজার হিসেবে খ্যাত হাজী মাজার বস্তিতে অভিযান চালিয়ে ৬০ জনকে আটক করেছে যৌথ বাহিনী। সেই সঙ্গে উদ্ধার করা হয়েছে মাদক ও টাকা।শনিবার (১ মার্চ) সন্ধ্যা ৭টার পর টঙ্গী পশ্চিম থানাধীন তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা ময়দানসংলগ্ন হাজী মাজার বস্তিতে শুরু হওয়া অভিযান রাত ৯টায় শেষ হয়।
অভিযান শেষে সংবাদ সম্মেলন করেন গাজীপুরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রায়হানুল ইসলাম।তিনি বলেন, অভিযানে সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাব সদস্যদের সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরাও রয়েছেন। মাজার বস্তির মানুষ ছিনতাই ও ডাকাতির সঙ্গে জড়িত বলেও অভিযোগ রয়েছে। ইতোমধ্যে ৬০ জনের মতো মাদক কারবারিসহ বিভিন্ন চিহ্নিত সন্ত্রাসীকে আটক করা হয়েছে।সেই সঙ্গে মাদক ও টাকা উদ্ধার করা হয়েছে। পুরো রমজান মাসে এমন অভিযান চলবে বলেও জানিয়েছেন তিনি।
জানা যায়, বিখ্যাত মাদক ব্যবসার জমজমাট খোলাবাজার হিসেবে খ্যাত টঙ্গী হাজী মাজার বস্তিতে প্রকাশ্যে মাদক কেনাবেচা ও সেবন হয়। রাজধানী ঢাকা, গাজীপুরসহ দেশের বিভিন্ন স্থানে এখান থেকে মাদক যায়।মাদকের পাইকারি বাজার এই মাজার বস্তিতে প্রায় শতাধিক মাদকের দোকান রয়েছে। বাসা বাড়ি ও দোকান থেকে নিয়মিত পাইকারি হিসেবে মাদক বিক্রি হয়। এখান থেকে স্থলপথ, রেলপথ ও জলপথে দেশের বিভিন্ব স্থানে মাদক যায়। কক্সবাজার থেকে সরাসরি ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক টঙ্গীর মাজার বস্তিতে আসে। আর এখান থেকে ইয়াবা, গাঁজা, ফেনসিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য পাইকারি বিক্রি হয়ে থাকে।একটি সরকারি সূত্র জানায়, সম্প্রতি কক্সবাজারে একটি বড় মাদক কারবারের ঘটনার সূত্র ধরে এই অভিযান পরিচালিত হচ্ছে।টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান বলেন, অভিযান শেষ হয়েছে। মামলা হওয়ার পর বিস্তারিত জানা যাবে।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *