দিল্লি রেল স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ কুম্ভযাত্রীর মৃত্যু ভারতের নয়া দিল্লি রেল স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জন পূণ্যার্থীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুটি শিশু ও ১৪ জন নারী রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এতে আরও অনেক যাত্রী আহত হয়েছেন। শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতের এই দুর্ঘটনা ঘটে। রেলওয়ে ডেপুটি পুলিশ কমিশনার কেপিএস মালহোত্রা জানান, বিলম্বিত ট্রেনের জেরে স্টেশনে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। তিনি বলেন, ১৪ নম্বর প্ল্যাটফর্মে প্রয়াগরাজ এক্সপ্রেস দাঁড়িয়েছিল। সে সময় প্ল্যাটফর্মে অনেক লোক ছিলেন। এদিকে স্বতন্ত্র সেনানি এক্সপ্রেস ১২ নম্বর প্ল্যাটফর্মে এবং ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেস ১৩ নম্বর প্ল্যাটফর্মে আসার কথা ছিল। কিন্তু এই দুটো ট্রেনই বিলম্বিত ছিল। যার ফলে প্ল্যাটফর্মে ভিড় বেড়ে যায়। ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ি, ১৫ ফেব্রুয়ারি রাতে নয়াদিল্লি স্টেশনের ১৪ এবং ১৫ নম্বর প্ল্যাটফর্মে এই পদপিষ্টের ঘটনা ঘটে। জানা যায়, প্রয়াগরাজের দুটি ট্রেন বাতিল হয়। এরপর রাত সাড়ে ৯টায় আরেকটি ট্রেনে উঠতে রেলযাত্রীদের মধ্যে দৌড়াদৌড়ি শুরু হয়। এর ফলে পদপিষ্টের ঘটনা ঘটে। এই ঘটনায় রেল মন্ত্রণালয়ে থেকে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।