কুমিল্লায় নিখোঁজের দুই দিন পর মো. রিফাত হোসেন (৯) নামের এক শিশুর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে লালমাই পাহাড়ের সদর দক্ষিণ উপজেলার চণ্ডীমুড়া অংশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। নিহত শিশু মো. রিফাত হোসেন পার্শ্ববর্তী বরুড়া উপজেলার চন্ডিপুর গ্রামের মো. রশিদের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১ ফেব্রুয়ারি) রিফাত নিজ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরে অনেক খোঁজাখুঁজি করেও রিফাতকে না পেয়ে রবিবার তার পরিবার পুলিশে অভিযোগ দেয়। সোমবার সকাল সাড়ে ৯টায় চণ্ডীমুড়া পাহাড়ে শিশুর গলা কাটা লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে শনাক্ত করে। সদর দক্ষিণ থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ‘গতকাল তার পরিবার বরুড়া থানায় নিখোঁজ ডায়েরি করেন। আজ আমার এলাকায় লাশ পাওয়া গেছে। তার গলা ধারালো অস্ত্র দিয়ে কাটা ছিল এবং শরীরে আঘাতের চিহ্ন আছে। আমরা লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।