আবারো চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রওশনহাট এলাকায় বালুভর্তি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মো. নোমান (২৫) নিহত হয়েছেন। শনিবার (২৫ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনাটি ঘটনা ঘটে। নিহত নোমান চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের ছৈয়দাবাদ এলাকার আবদুর সবুরের ছেলে। দোহাজারী হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, নোমান ও হেলাল উদ্দীন নামের দুই যুবক বিজিসি ট্রাস্ট এলাকা থেকে মোটরসাইকেল চালিয়ে চন্দনাইশের হাশিমপুরের দিকে যাচ্ছিলেন। পথেই রওশনহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুভর্তি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে বাইক চালক নোমান ঘটনাস্থলে নিহত হয়। এ সময় তার মাথার মগজ বের হয়ে যায়। অপর আরোহী হেলাল উদ্দীনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে স্থানীয়রা। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি শুভ রঞ্জন চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ঘটনাস্থলে পুলিশ গিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করেছে।
নিহত নোমান!ছবি:তালাশ বাংলা প্রতিনিধি।। 