চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে (ইপিজেড) একটি কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডে ঘটনা ঘটেছে। অ্যাডামস ক্যাপ অ্যান্ড টেক্সটাইল লিমিটেড নামের এ কারখানায় তোয়ালেসহ হাসপাতালে ব্যবহার্য বিভিন্ন ধরনের সামগ্রী তৈরি হতো। বৃহস্পতিবার দুপুরে এ অগ্নিকান্ডে সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও সন্ধ্যা সাড়ে ৬টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। ফায়ার সার্ভিস ও শিল্প পুলিশ সূত্রে জানা যায়, দুপুর ২টার দিকে চট্টগ্রাম ইপিজেড ১ নম্বর সেক্টরের ৫ নম্বর সড়কে অবস্থিত ৮তলা ভবনের দুটি ফ্লোরে আগুন লাগে। প্রথমে সপ্তম তলায় আগুনের সূত্রপাত হয়। দ্রুত তা ৬ষ্ঠ, ৭ম ও ৮ম তলায় ছড়িয়ে পড়ে। আগুনের ভয়াবহতায় ইপিজেড এলাকায় বিশেষ করে আশপাশের কারখানাগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৭ ইউনিট ছুটে যায় অকুস্থলে। এর সঙ্গে যোগ দেয় নৌবাহিনী, সেনাবাহিনী, বিজিবি ও র্যাবের টিমও। যৌথ প্রচেষ্টায় বিকেল সাড়ে ৪টা নাগাদ আগুন অনেকটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আগুনে কারখানাটি ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে বলে জানান শিল্প পুলিশের বিশেষ পুলিশ সুপার আবদুল্লাহ আল মাহমুদ। এ কারখানায় প্রায় ৮শ’ শ্রমিক কাজ করেন। সকল শ্রমিক নিরাপদে বেরিয়ে আসতে পেরেছেন। ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন ইপিজেডের নির্বাহী পরিচালক আব্দুস সোবহান । ইপিজেড থানার ওসি মো. জামির হোসেন জিয়া জানান, আগুনের ঘটনায় ইপিজেডে আতঙ্কের সৃষ্টি হয়। তবে ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও সেনাবাহিনীর ইউনিটগুলোর তৎপরতায় অগ্নিনির্বাপণের পাশাপাশি সার্বিক শৃঙ্খলা রক্ষা সম্ভব হয়েছে। ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, আগুনে কোনো ধরনের প্রাণহানি বা আহতের ঘটনা ঘটেনি। এতে প্রতিষ্ঠানটির বেশ ক্ষতি হয়েছে, তবে ক্ষয়ক্ষতির আর্থিক মূল্য তদন্তের পর জানা যাবে।
