বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন পালিত! ছবি: তালাশ বাংলা

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব হাজী জসীম উদ্দিন বলেছেন যে, কমিটি একটি চলমান প্রক্রিয়া। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দুই বছর সাত মাস পর কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই সিদ্ধান্ত কে আমরা সাধুবাদ জানাই। অচিরেই কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির কমিটি গঠন করা হবে । বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে সিদ্ধান্ত নিবে সেই সিদ্ধান্ত আমি মেনে নিব । তিনি আরো বলেন ২০২২ সালে হাজী আমিনুর রশিদ ইয়াছিন ও আমাকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছিল। আমি জীবনে কি পাইলাম এটা বিষয় নয়। আমি আজীবন বুড়িচং -ব্রাহ্মণপাড়ার মানুষের পাশে আছি এবং থাকবো ইনশাআল্লাহ। স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন উপলক্ষে (২৩ জানুয়ারি ২০২৫) বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা বুড়িচং উপজেলা ময়নামতি ইউনিয়ন বিএনপির উদ্যোগে আনন্দ র‌্যালি শেষে সন্ধ্যায় আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী কবির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক হাজী কামাল হোসেন,কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য এডভোকেট শরিফুল ইসলাম, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহ আলম খোকন, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মহসিন কবির সরকার, বুড়িচং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাবুল, বুড়িচং উপজেলা যুবদলের আহ্বায়ক জাবেদ কাউসার সবুজ, সদস্য সচিব দেলোয়ার হোসেন দোলন, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এনামুল হক সবুজ, বুড়িচং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলাম ভূঁইয়া সদস্য সচিব আবদুল আলীম, বুড়িচং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক স্বপন আহমেদ পাখি সদস্য সচিব ইকবাল হোসেন ভূঁইয়া । ময়নামতি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সঞ্চালনা করেন আনিসুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *