কুমিল্লার জেলা আইনজীবী সমিতির সাবেক দুই বারের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আবু তাহের ও হিসাব রক্ষক কাজী সুমনের বিরুদ্ধে ২৬ ডিসেম্বর কুমিল্লা বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রট মেহনাজ রহমান এর আদালতে মামলা করে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম ভূইয়া বাদী হয়ে মামলা করে। কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম ভূইয়া জানান, সাবেক সাধারন সম্পাদক মোঃ আবু তাহের ২০২২ – ২০২৩ ও ২০২৩ – ২০২৪ কার্যকালে সাবেক সাধারন সম্পাদক এডভোকেট মোঃ আবু তাহের ও হিসাব রক্ষক কাজী সুমন উভয়ে মিলে ৪ কোটি ২৪ লক্ষ ৭শত ২০ টাকা আত্মসাত করেন।