ফারুক হোসেন

কুমিল্লার লালমাই উপজেলার ভুশ্চি এলাকার ফসলি জমি থেকে ফারুক হোসেন (৩৫) নামের এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৮ নভেম্বর) দুপুরে লালমাই থানার ভুশ্চি বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহত ফারুক হোসেন বেলঘর উত্তর ইউনিয়নের ভুশ্চি গ্রামের জয়নাল আবেদীনের বড় ছেলে। তিনি মুজিবনগর বাজারে চা বিক্রি করতেন এবং তার স্ত্রী ও দুই বছরের একটি ছেলে রয়েছে। ভুশ্চি বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই রেদোয়ান হোসেন বলেন, ‘হরিশ্চর-কাশিনগর পাকা সড়কের দক্ষিণে ভুশ্চি গ্রামের আবদুল খালেকের ফসলি জমি থেকে ফারুক হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের দুই হাতের পেশির রগ কাটা রয়েছে। মরদেহ পড়ে থাকা জমির ৫০০ গজ দূরে অন্তত ৩টি জমিতে রক্তের দাগ লেগে আছে। একটি জমির আইলের পাশে রক্ত, একটি ব্লেড, সিগারেটের খালি প্যাকেট ও সিগারেটের ফিল্টার পাওয়া গেছে।’ নিহতের মা সামছুন্নাহার বলেন, ‘গতকাল রবিবার রাত সাড়ে ৮টায় আমার ছেলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। আমি সারারাত খুঁজেছি। সকালে শুনি ধানের জমিতে আমার ছেলের লাশ পাওয়া গেছে। আমার ছেলের কোনো শত্রু নেই। বন্ধুরাই হয়ত হত্যা করেছে। পুলিশকে আমি সব বলব।’ লালমাই থানার ওসি মো. শাহ আলম বলেন, ‘নিহত যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *