পটুয়াখালীতে যৌথ বাহিনীর অভিযানে উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন এবং দুই রাউন্ড গুলি সহ মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ফরাজীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সুবিদখালী এলাকায় তার নিজ বাসভবনের দুটি পৃথক কক্ষ থেকে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। মির্জাগঞ্জ সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন রিমান রাফিন নিশাত বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধারকৃত পিস্তল ও গোলাবারুদ আমেরিকায় তৈরি। আটক ব্যক্তি এবং অস্ত্র থানায় হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি আরও বলেন, আগ্নেয়াস্ত্রের অবৈধ ব্যবহার রোধ এবং জাতীয় নিরাপত্তা বজায় রাখতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এবং আগ্নেয়াস্ত্র সম্পর্কিত বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে বাংলাদেশ সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে। উদ্ধারকৃত অস্ত্রটি কীভাবে ব্যবহার করা হয়েছিল তা নির্ধারণের জন্য তদন্ত চলছে এবং সেই অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *