মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দুই সুইং স্টেট নর্থ ক্যারোলিনা এবং জর্জিয়ার পর এবার পেনসিলভানিয়াতেও জয় নিশ্চিত করলেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ভোটের আগে থেকে প্রচারাভিযান জুড়ে এখানে কমলা এবং ট্রাম্পের মধ্যে তীব্রভাবে প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল। এবারের নির্বাচনের সাত সুইং স্টেটের মধ্যে এ নিয়ে তিনটি রাজ্যের ফল প্রকাশিত হল। আর তিনটিতেই একচেটিয়া সব ইলেক্টোরাল ভোট নিজের করে নিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট। এখানে ট্রাম্পের বিজয় তাৎপর্যপূর্ণ, কারণ ২০২০ সালের নির্বাচনে জো বাইডেনের কাছে ৮০ হাজার ভোটের ব্যবধানে হেরেছিলেন ট্রাম্প। এবার কমলা হ্যারিসকে মধুর প্রতিশোধ নিলেন ৭৮ বছর বয়সি ট্রাম্প। পেনসিলভানিয়ায় ইলেক্টোরাল ভোট সংখ্যান ১৯। এই জয় ট্রাম্পের ক্রমবর্ধমান ইলেক্টোরাল ভোটে যোগ হয়ে প্রেসিডেন্ট পদে জয়ী হওয়ার জন্য প্রয়োজনীয় ২৭০ ভোটের আরো কাছাকাছি নিয়ে আসছে। এ বছরের নির্বাচনে সুইং স্টেট হিসাবে পরিচিত পাওয়া রাজ্যগুলো হল- অ্যারিজোনা (১১), পেনসিলভানিয়া (১৯), জর্জিয়া (১৬), উইসকনসিন (১০), মিশিগান (১৫), নর্থ ক্যারিলোনা (১৬) ও নেভাদা (৬)। সংবাদমাধ্যম অ্যাসোসিয়েট প্রেস কর্তৃক সবশেষ প্রকাশিত ফল অনুযায়ী, প্রয়োজনীয় ২৭০ ইলেক্টোরাল ভোট অর্জনের দৌড়ে এখন পর্যন্ত ২৬৭টি পেয়েছেন ট্রাম্প। আর কমলা পেয়েছেন ২১৪ ভোট। বলা যায়, হােয়াইট হাউসের সিংহাসনে বসতে বিজয়ের দ্বারপ্রান্তে ট্রাম্প।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *