কুমিল্লার বুড়িচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান,কালিকাপুর আব্দুল মতিন খসরু সরকারি ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা ও কুমিল্লা দক্ষিণ জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাকশীমূল গ্রামের নিবাসী আলহাজ্ব সাজ্জাদ হোসেন এর আম্মাজান ( ৩১ অক্টোবর ২০২৪) বৃহস্পতিবার রাত ১০টার সময় কুমিল্লা ধর্মসাগর পশ্চিমপাড় চেয়ারম্যান গলির নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আলহাজ্ব সাজ্জাদ হোসেন জানান,তার বাবার নাম মরহুম হাজী আয়েত আলী,তার মা অজিফা খাতুন।মায়ের মৃত্যুকালে বয়স ছিলো ৭৯ বছর।মরহুমার মৃত্যুকালে( দুই ছেলে) সাজ্জাদ হোসেন,নেদারল্যান্ডস প্রবাসী শাহাদাত হোসেন তপন ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।সাজ্জাদ হোসেন মায়ের মৃত্যুতে কুমিল্লাসহ বুড়িচং-ব্রাহ্মণপাড়ার অসংখ্য গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং নেতাকর্মীরা শোক প্রকাশ করেন। পরিবার সূত্রে জানা যায়,মরহুমার জানাযার নামাজ আজ শুক্রবার সকাল ৮টায় কুমিল্লা ধর্মসাগর পশ্চিমপাড় চেয়ারম্যান গলিতে এবং বাকশীমূল দক্ষিণপাড়া নিজ বাড়ির সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বাদ জুম্মা অনুষ্ঠিত হবে।জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে স্বামীর কবর এর পাশে মরহুমার লাশ দাফন করা হবে।