পটুয়াখালীতে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এক তরুণী আত্মহত্যা করেছেন। বুধবার (২৪ অক্টোবর) দুপুরে পৌরসভার কাঠপট্টি এলাকার তালতলী রোডে এ ঘটনা ঘটে। নিহত আফরোজা আক্তার খাদিজা (২৫) পটুয়াখালী করিম মৃধা কলেজের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। পরিবার সূত্রে জানা যায়, দুপুরে খাদিজা তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে প্রেমিকের কথা উল্লেখ করে স্ট্যাটাস দেন। পরে দুপুর ২টায় নিজ ঘরে পরনের ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। তখন ঘরে তার বাবা, মা এবং ভাই কেউ ছিলেন না। পরে আফরোজাকে ঝুলন্ত অবস্থায় দেখে তার ছোট ভাই চিৎকার দিলে স্থানীয় রেডক্রিসেন্ট ভলান্টিয়ার ও প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পটুয়াখালী সদর থানার ওসি মো. ইমতিয়াজ গণমাধ্যমকে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তার ফেসবুক স্ট্যাটাস উল্লেখ করা হলো ‘আমি তাকে ভালোবাসছিলাম শুনছিলাম পুরুষ মানুষ ভালোবাসা পাইলে কিছু চায় না তুমি আমা কে কি ভাবে ছোট করলা কি ভাবে আমি তোমার জন্য কি না করছি কি না করছি তোমাকে ভালোবেসে আজ আমাকে খানকি বানাইলা আমি কোন দিন কল্পনা করি নাই এই প্রতি দান তুমি দিবা আমি তো সরে গেছিলাম কে আসছো আবার আমার সখের পুরুষ আমাকে দুনিয়া ছাড়তে বাধ্য করছে দোষ তার না দোষ আমার আমি তাকে ভালোবাসছি আমার দোষ আমি তাকে প্রধান্য দিছি ভালো থাকো আমার ভালোবাসা তোমার ভালো থাকার জন্য এই আয়োজন আমি আমাকে মাফ করবা মা আমি তোমার ভালো মেয়ে হইতে পারি নাই। আমার কাফন এর টাকা আমার ব্যাগে মা!