জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
(২২ ফেব্রুয়ারি ২০২৪) বৃহস্পতিবার কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের পিতাম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ও অত্র প্রতিষ্ঠানের আয়োজনে দিনব্যাপী বিভিন্ন ইভেন্টে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের অংশগ্রহণে জমকালো ভাবে অনুষ্ঠিত হয়েছে।এতে প্রধান অতিথি হিসেবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ইউপি চেয়ারম্যান আব্দুল করিম ঠিকাদার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আবু মোতালেব, ইউপি প্যানেল চেয়ারম্যান মো রকিবুল আলম মেম্বার,অত্র বিদ্যালয়ের এসএমসি’র সহ-সভাপতি মোঃ এনামুল হক।এসময় উপস্থিত ছিলেন কামাল হোসেন মেম্বার,মো একে এম সেলিম,মোঃ রফিকুল ইসলাম,সাবেক প্রধান শিক্ষক নুরুন্নাহার বেগম,কাঞ্চনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোমেনা আক্তার,জাতীয় সাংবাদিক সংস্থা বুড়িচং উপজেলা সভাপতি সাংবাদিক সৌরভ মাহমুদ হারুন,সাধারণ সম্পাদক সাংবাদিক ও গীতিকবি আক্কাস আল মাহমুদ হৃদয়,সহকারি শিক্ষক রিয়াজুল হক, মনির হোসেন মুহুরী, আব্দুল করিম পুলিশ, এ কে এম সেলিম সহ এলাকার মান্যগন্য ব্যক্তিবর্গ ও অভিভাবক বৃন্দ।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসমসি’র সভাপতি মোঃ জামাল হোসেন ও পরিচালনা করেন পিতাম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ফারুক হোসাইন ও অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক বৃন্দ।
