আক্কাস আল মাহমুদ হৃদয়।।
কুমিল্লার বুড়িচং উপজেলা বাকশীমূল ইউনিয়নের ফকিরবাজার এসএসসি পরীক্ষার কেন্দ্রে অসৎ উপায়(নকল) অবলম্বের দায়ে দুই জন শিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার।
(২০ ফেব্রুয়ারি ২০২৪) মঙ্গলবার পরীক্ষা চলাকালীন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারি কমিশনার (ভূমি) ছামিউল ইসলাম ফকিরবাজার স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনকালে হলে প্রবেশ করে দুই শিক্ষার্থীকে অসৎ উপায় অবলম্বন করায় হাতে-নাতে ধরে সাথে সাথে ওই দুই শিক্ষার্থীকে বহিস্কার করে।জানা যায় বহিস্কৃত শিক্ষার্থীরা ছিলেন শ্রীমন্তপুর এম এ সাত্তার উচ্চ বিদ্যালয়ের। কেন্দ্রের সদস্য সচিব ছিলেন অধ্যক্ষ মোঃ পিজিউল আলম।সরেজমিনে বিভিন্ন কেন্দ্রের বাহিরে ঘুরে সচেতন নাগরিক ও অভিভাবকদের সাথে কথা বলে জানা যায়, এবছর কিছু অসাধু শিক্ষক ও কর্মচারীদের সহযোগীতায় বাহির থেকে নকল নিয়ে পরীক্ষা কক্ষে পরীক্ষার্থীদের হাতে তুলে দিচ্ছেন। এতে ক্ষুব্ধ সচেতন নাগরিক ও অভিভাবকরা তারা আরো জানিয়েছেন এবছর সাংবাদিকরা কেন্দ্রে প্রবেশ না করায় এমন অসৎ উপায় অবলম্বন বেড়ে গেছে। সূত্রে জানা যায়, বিভিন্ন কেন্দ্রে নকল চলছে অভিযোগ রয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ছামিউল ইসলাম প্রতিনিধিকে বলেন,বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে এমন অভিযোগ পেলে বা নকল দেখলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে থাকি।
