কক্সবাজারের টেকনাফ সীমান্ত থেকে প্রায় সাড়ে ৮ কেজি ওজনের তিমি মাছের বমি বা অ্যাম্বারগ্রিসসহ শামসুল আলম (৩৫) নামের এক যুবককে আটক করেছে বিজিবি। বিক্রয় নিষিদ্ধ এই তিমি মাছের বমির বাজারমূল্য ২০ কোটি ৯৯ লাখ টাকার বেশি। তিনি সেন্ট মার্টিনের বাসিন্দা মির আহমদের ছেলে। তবে তিমির বমির চালানটি মায়ানমার থেকে পাচার হয়েছে নাকি মায়ানমারে পাচার হচ্ছিল, সেটা জানা যায়নি। টেকনাফের বিজিবি জানিয়েছে, অ্যাম্বারগ্রিস হতে বিভিন্ন মূল্যবান পারফিউম ও ওষুধ তৈরি করা হয়। বাংলাদেশে এ ধরনের মূল্যবান ও দুষ্প্রাপ্য জিনিসের চোরাচালান অত্যন্ত বিরল ঘটনা। বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ জানিয়েছেন, রবিবার দুপুরে টেকনাফের শাহপরীর দ্বীপ এলাকায় অভিযান চালিয়ে তিমি মাছের বমির চালানটি উদ্ধার করা হয়। সোমবার বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট কক্সবাজারে পরীক্ষা করে অ্যাম্বারগ্রিসের বৈশিষ্ট্য এবং শনাক্ত সম্পন্ন করা হয় বলেও জানান তিনি। বিজিবি আরো জানিয়েছে, এ ব্যাপারে মামলা করে আটককৃতকে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে। উদ্ধার অ্যাম্বারগ্রিস কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের ট্রেজারি শাখায় জমা দেওয়া হয়েছে।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *