মারুফ আহমেদ।।
“দেশকে ভালবাসুন মাদক মুক্ত জাতি গঠনে এগিয়ে আসুন” ও “মাদক ব্যবসায়ী যেখানে প্রতিরোধ হবে সেখানে” এ সকল প্রতিপাদ্য স্লোগান মাথায় রেখে কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের ফরিজপুর এলাকার সচেতন মহলের উদ্যোগে মাদক বিরোধী র্যালির আয়োজন করা হয়েছে। রোববার বিকেলে ফরিজপুর এলাকায় এ আয়োজন করা হয়। র্যালিটি কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের ময়নামতি এলাকাসহ ফরিজপুর গ্রামের সকল সড়ক গুলো প্রদক্ষিণ করে আয়োজকরা এলাকাবাসীর উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন। আয়োজকরা বলেন, বর্তমান সমাজের রন্দ্রে রন্দ্রে মাদকের ভয়াবহতা প্রবাহিত হয়ে আছে। আমরা যারা সচেতন অভিভাবক আছি, সন্তানদের নিয়ে আগামী দিনগুলোর জন্য খুবই আতংকে আছি। সকল অপকর্ম থেকে সন্তানদের আগলে রাখতে সকলকে কঠোর হতে হবে, মাদকের ভয়াল গ্রাস থেকে সমাজকে বাঁচাতে হবে। আমাদের এই ফরিজপুর এলাকায় বাল্য বিবাহ, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, কোন প্রকার দূর্নীতি চলবেনা। আজকের র্যালি থেকে সকলকে সাবধান করে দিচ্ছি, যারা অপকর্মের সাথে জড়িত, সাবধান হয়ে যান, অন্যথায় আমরা অভিভাবকরাই এই কু-কর্মকারীকে ধরে আইনের কাছে সোপর্দ করব।
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1,"adjust":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} 