ঢাকার যাত্রাবাড়ীতে কোটা সংস্কার আন্দোলনকারী ও পুলিশের মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে। বুধবার (১৭ জুলাই) রাতে এ সংঘর্ষের সূত্রপাত হয়। এক পর্যায়ে আন্দোলনকারীরা যাত্রাবাড়ী থানায় হামলা চালান। আগুন দেয়া হয় বেশ কয়েকটি গাড়িতে। সংঘর্ষ চলাকালে মুহুর্মুহু ককটেল এবং টিয়ারশেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, র‍্যাব এবং এপিবিএন- এই তিন বাহিনী একত্রে অভিযানে যাচ্ছে বলে জানা গেছে। আন্দোলনকারীরা এর আগে মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায় আগুন দেন। ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম সময় সংবাদকে এ তথ্য জানায়। জানা যায়, কোটা সংস্কারের দাবিতে যাত্রাবাড়ীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছিলেন আন্দোলনকারীরা। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে টোল প্লাজা বন্ধ থাকায় হানিফ ফ্লাইওভার দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *