কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের ছয়গ্রাম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে ডা.এ এইচ এম দেলোয়ার মামুন এর প্যানেল বিজয়ী হয়েছে। (২৬ জুন ২০২৪) বুধবার বিদ্যালয়ের ভবন কক্ষে সকাল ১০টা থেকে বিকেল ৪টায় পর্যন্ত ভোট গ্রহণ চলে।অভিভাবক সদস্য পদে নির্বাচন বিপুল উৎসাহ উদ্দীপনা,সুষ্ঠু সুন্দর এবং মেঘলা আকাশ বৃষ্টির মধ্যে দিয়ে নির্বাচন সম্পন্ন হয়েছে। অনুষ্ঠিত অভিভাবক সদস্য পদে নির্বাচনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার এর নির্দেশে আইন শৃঙ্খলা ও ভোটার কেন্দ্রের ও স্কুলের পরিবেশ সুষ্ঠু নিরপেক্ষ রাখতে অতিরিক্ত পুলিশ নিয়োজিত করা হয়।নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান এবং সমন্বয় কারী হিসেবে ছিলেন প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান। সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত অভিভাবকদের ভোট গ্রহণ করা হয়। মোট অভিভাবক ভোটের সংখ্যা ছিল ৪৪৪ টি এর মধ্যে ভোট বাক্সে ভোট পড়ে ৩৯৫ টি। নির্বাচনে অংশ গ্রহণ করেন দুটি প্যানেল তারা হলেন ডা. এ এইচ, এম দেলোয়ার মামুন এবং সাবেক ব্যাংকার মোঃ মোস্তাফিজুর রহমান। দুই প্যানেলে মোট অভিভাবক সদস্য হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন পুরুষ প্রার্থী ৮ জন প্রতি প্যানেলে ৪ জন মহিলা সদস্য হিসেবে দুই জন সহ মোট ১০ জন প্রার্থী। এর মধ্যে .ডা. এ এইচ, এম দেলোয়ার মামুন প্যানেলের ৫ জন প্রার্থী বিজয় লাভ করেন। অপরদিকে দাতা সদস্য হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মেধাবী এডভোকেট আরিফুর রহমান শ্রাবণ। বিজয়ী অভিভাবক সদস্য প্রার্থীরা হলেন (৫) গোলাম ছামদানী প্রাপ্ত ভোট ২৪৪ টি, (৬) মাহাবুব আলম প্রাপ্ত ভোট হল ২৩৪,( ৭) রফিকুল ইসলাম প্রাপ্ত ভোট হল ২৩৬, (৮) ডা. শিমুল চন্দ্র রায় প্রাপ্ত ভোট হল ২৩৯ এবং সংরক্ষিত মহিলা প্রার্থী হল (১) মোসাঃ রিনা আক্তার প্রাপ্ত ভোট হল ২৩৫ টি। ভোট গ্রহণ শেষে প্রিজাইডিং অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান উক্ত ফলাফল ঘোষণা করেন। তিনি বেসরকারি ভাবে ডা. এ এইচ এম দেলোয়ার মামুনের প্যানেল কে বিজয়ী ঘোষণা করেন। উক্ত বিজয়ী প্যানেলকে অভিনন্দন জানান বাকশীমূল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল করিম ও বিদ্যালয়ের বর্তমান সভাপতি আলহাজ্ব কামাল উদ্দিন মাস্টার সহ আরো অনেকে।
