কুমিল্লার দাউদকান্দিতে এক বাস চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাসের ১৩ যাত্রী। ১৯ জুন বুধবার বিকেল তিনটার দিকে মহাসড়কে দাউদকান্দি উপজেলার পুটিয়া নামক স্থানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাসচালক মনু মিয়া (৪৫) কুমিল্লা জেলার চান্দিনা উপজেলা সাইকেট গ্রামের আহমেদ আলীর ছেলে। হাইওয়ে পুলিশ এবং প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দাউদকান্দি থেকে ছেড়ে আসা কুমিল্লাগামী পাপিয়া পরিবহনের একটি বাস পুটিয়া নামক স্থানে এসে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই মৃত্যু হয় বাসচালক মনু মিয়ার। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আহত যাত্রীদের উদ্ধার করে। আহতদের পাঁচজন চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মো. শাহিন আহমেদ বলেন, ‘মহাসড়কে দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে থানা নিয়ে আসা হয়েছে।’
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"source_ids":{},"source_ids_track":{},"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} 