কুমিল্লার বুড়িচং প্রেসক্লাবের উদ্যোগে ধারাবাহিক মানবিক কর্মসূচির অংশ হিসেবে বাকশীমূল দক্ষিণপাড়া আহমাদিয়া হাফেজিয়া এতিমখানা কমপ্লেক্সের শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) সকালে আহমাদিয়া হাফেজিয়া এতিমখানা কমপ্লেক্স প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের হাতে কম্বল তুলে দেওয়া হয়।
মাদ্রাসা পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ আবুল বাশারের সভাপতিত্বে এবং বুড়িচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল হক বাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বুড়িচং থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক মো. রাকিবুল হাসান, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এনামুল হক সবুজ, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য ও সহকারী প্রধান শিক্ষক মো. জামাল হোসেন এবং বুড়িচং প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি গাজী মোহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির।
এ সময় আরও উপস্থিত ছিলেন বুড়িচং প্রেসক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক গীতিকবি আক্কাস আল মাহমুদ হৃদয়, প্রচার সম্পাদক ও দৈনিক কুমিল্লা প্রতিদিনের প্রকাশক মো. শরিফুল ইসলাম সুমন, আপ্যায়ন ও ক্রীড়া সম্পাদক মো. ফয়েজ, সদস্য মো. মহিউদ্দিনসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।
এছাড়াও মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য রফিকুল ইসলাম, হাজী আলী আশরাফ মাস্টার, মারুফ হোসেন, মো. সেলিম হোসেন, নুরুল ইসলাম, জজু মিয়া,ডিস মুমিনুল ইসলাম, প্রধান মুহতামিম মো. জিয়াউর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। সমাজের বিত্তবান ও বিভিন্ন সংগঠনকে এ ধরনের মানবিক উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
উল্লেখ্য, বুড়িচং প্রেসক্লাবের উদ্যোগে কয়েকদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ কর্মসূচি চলমান রয়েছে।
