ফরিদপুরের সদরপুরে ব্যাডমিন্টন খেলার জন্য বিদ্যুতের সংযোগ ঠিক করতে গিয়ে সাইম শেখ (১৪) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চরবিষ্ণপুর ইউনিয়নের জরিপের ডাঙ্গী এলাকায় এ ঘটনা ঘটে। সাইম একই এলাকার উজ্জ্বল শেখের ছেলে। সে চর চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।
চরবিষ্ণপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ডের সদস্য জিয়া খোরশেদ খান বলেন, বাসার পাশের একটি মাঠে ব্যাডমিন্টন খেলতে যায় সাইম শেখ। পরে হঠাৎ করে বিদ্যুৎ চলে গেলে এই সুযোগে বাতি জ্বালানোর জন্য বিদ্যুৎ–লাইনে কাজ করছিল সে। এ সময় বিদ্যুৎ চলে আসলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যান।
সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফরিদপুর পল্লীবিদ্যুৎ সমিতির সদরপুর সাব জোনাল অফিসের এ জি এম মো. শহিদুল ইসলাম বলেন, বিষয়টি জানা নেই। তবে এ ধরনের দুর্ঘটনা এড়াতে বিদ্যুৎ ব্যবহারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল আল মামুন শাহ বলেন, এ বিষয়ে এখনো আমাদের কেউ জানায়নি।খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
