ফরিদপুরের সালথায় ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের দায়ে দুই যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে উপজেলার আটঘর ইউনিয়নের খাগর গ্রামে একটি পুকুর থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় অভিযান চালিয়ে তাদের এ সাজা দেওয়া হয়।
সাজাপ্রাপ্তরা হলেন— উপজেলার ভাওয়াল ইউনিয়নের তুগোলদিয়া গ্রামের মো. কাশেম মাতুব্বরের ছেলে মো. তামিম মাতুব্বর (২৫) ও একই গ্রামের লতিফ শেখের ছেলে সাহেব আলী শেখ (৩৬)। তারা বালু উত্তোলন কাজের সহযোগী ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, পুকুর থেকে বালু উত্তোলনের কাজে সহযোগী হিসেবে ছিলেন অভিযুক্ত তামিম ও আলী শেখ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের দুই জনকে পাঁচ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মামুন সরকার।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মামুন সরকার বলেন, ‘খাগর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় অভিযান চালিয়ে দুই জনকে আটক করে সাজা দেওয়া হয়েছে। এ ছাড়া একটি ড্রেজার মেশিন অকেজো ও প্রায় ২০০ মিটার পাইপ ভেঙে ফেলা হয়।এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
